ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জিনাত আমান!

গেলো শতাব্দীর সত্তর ও আশির দশকের বলিউডের সেক্স সিম্বল নায়িকা তিনি। ইতিমধ্যে বয়স তার সত্তর পেরিয়ে গেছে। কিন্তু শরীরী আবেদনে এখনও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি, ইনস্টাগ্রামে পা রেখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তার নাম জিনাত আমান। সম্প্রতি তাকে সেখানে গানে র‌্যাপারের ভূমিকাতেও দেখা মিলেছে। তাকে নিয়ে এবার অন্য খবর এলো প্রকাশ্যে। শোনা যাচ্ছে, ফের হিন্দি ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন জিনাত।

ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জিনাত আমান!
গেলো শতাব্দীর সত্তর ও আশির দশকের বলিউডের সেক্স সিম্বল নায়িকা তিনি। ইতিমধ্যে বয়স তার সত্তর পেরিয়ে গেছে। কিন্তু শরীরী আবেদনে এখনও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি, ইনস্টাগ্রামে পা রেখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তার নাম জিনাত আমান। সম্প্রতি তাকে সেখানে গানে র‌্যাপারের ভূমিকাতেও দেখা মিলেছে। তাকে নিয়ে এবার অন্য খবর এলো প্রকাশ্যে। শোনা যাচ্ছে, ফের হিন্দি ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন জিনাত।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ২০১৯ সালে জিনাত আমান সর্বশেষ অভিনয় করেছিলেন। আশুতোষ গোয়ারিকর পরিচালিত মুক্তি পাওয়া ওই ছবির নাম ‘পানিপথ’। ওই ছবিতে তিনি সাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন। চার বছরের বিরতি কাটিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সূত্রের খবর, পরিচালক ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে জিনাত আমানের অভিনয় করার কথা। এই ছবিতে আরও অভিনয় করবেন অভয় দেওল এবং শাবানা আজমি।
জানা গেছে, মূলত অভিভাবকদের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে আবর্তিত হবে ছবিটির গল্প। এতে বাবার চরিত্রে অভিনয় করবেন অভয়। তার সন্তানের চরিত্রাভিনেতার সন্ধানে রয়েছে টিম। তবে, জিনাত আমান এবং শাবানা আজমি'র চরিত্র দুটি এই ছবির গুরুত্বপূর্ণ অংশ। ছবির টিত্রনাট্য পছন্দ হয়েছে তাদের দুজনেরই। শোনা যাচ্ছে, পোশাকশিল্পী মণীশ মালহোত্রা এই ছবিটি প্রযোজনা করছেন।নির্মাতাদের ইচ্ছা, আগামী নভেম্বর মাসে হিমাচল প্রদেশে এই ছবির শুটিং শুরু করতে পারবেন তারা।
উল্লেখ্য, ১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবি দিয়ে বলিউডে পথ চলা শুরু হয়েছিল জ়িনাত আমানের। এরপর ‘ইয়াদো কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’ এর মতো ছবিতে অভিনয়ের সঙ্গে শরীরী আবেদন দেখিয়ে ঝড় তুলেছিলেন জিনাত। তার শরীরী আবেদনে মুগ্ধ হয়েছিলেন ওই সময়ের সিনেমা দর্শক। এতে উপেক্ষিত হয়েছিল তার অভিনয় প্রতিভা, এমনটাই দাবি জিনাত আমানের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow